প্রধান বিচারপতির বাসভবনকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণার উদ্যোগ

রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য ভবনটিকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ ঘোষণার কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা-লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেন। সে উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেন প্রধান বিচারপতি। ওই সভায় ভববনটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে তা সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সভায় প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ অক্টোবর প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই চিঠির পর গত বুধবার (৯ অক্টোবর) প্রত্নতত্ব অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুজ্জামান অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহের আঞ্চলিক পরিচালককে বাসভবনটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

ভবনটির ইতিহাস ও স্থাপত্যশৈলি তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকাকে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী করার পর উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যেসব আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল, সেসব ভবনের একটি হচ্ছে হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। মোঘল ও ইউরোপীয় স্থাপত্যশৈলির মিশ্রণে ১৯০৮ সালে ভবনটি নির্মাণ করা হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ভবনটি বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশে ব্যবহৃত হলেও পঞ্চাশের দশক থেকে ভবনটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরাকীর্তি আইন, ১৯৬৮ অনুসারে ভবনটির মালিকানা ও ব্যবহার স্বত্ব সুপ্রিম কোর্টের অনুকুলে রেখে সংরক্ষণ করা হলে তা জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে। ১১৬ বছরের পুরোনো স্থাপনাটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হলে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যত প্রজন্মের কাছে স্থাপনাটির গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে।

Share this news on:

সর্বশেষ

img
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএকে প্রধান উপদেষ্টা Aug 15, 2025
img
যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না : প্রধান উপদেষ্টা Aug 15, 2025
img
১৫ আগস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার Aug 14, 2025
img
সকাল ৯টার মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Aug 14, 2025
img
সাদা-কালো ছবিতে দিশার আভিজাত্যের নতুন সংজ্ঞা Aug 14, 2025
img
বিএনপি চাঁদাবাজের দল : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Aug 14, 2025
img
৪ দিনের সফরে ঢাকায় এএফসি সভাপতি Aug 14, 2025
img
ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী ভেবে তিনজনকে গণধোলাই Aug 14, 2025
img
যারা ভোট বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হবে : সালাহউদ্দিন Aug 14, 2025
img
ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি গঠন Aug 14, 2025
img
ফের ছোট পর্দায় ফিরছেন শ্রুতি দাস, সঙ্গী আরাত্রিকা মাইতি Aug 14, 2025
img
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানালেন আলী রীয়াজ Aug 14, 2025
লায়লার করা মামলায় জামিন পেলেন প্রিন্স মামুন যা বলছেন লায়লার আইনজীবী Aug 14, 2025
কত টাকা দিবে? Aug 14, 2025
img
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইন ১-২ মাসের মধ্যে বাস্তবায়ন হবে : আসিফ নজরুল Aug 14, 2025
হলে ছাত্র রাজনীতি থাকবে, ছাত্রদলের কমিটিও থাকবে' Aug 14, 2025
img
চুক্তিতে পৌঁছাবেন পুতিন, মনে করেন ট্রাম্প Aug 14, 2025
রাহুল গান্ধীর সঙ্গে মৃত ভোটারদের চা সভা! Aug 14, 2025
হাসপাতাল ও চিকিৎসকের অব্যবস্থাপনায় কান্নায় ভাসল পরিবার Aug 14, 2025
পুলিশের হেফাজত থেকে মুক্তি প্রিন্স মামুন! Aug 14, 2025