রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকে তুষার। সে পেশায় তেমন কিছু করে না। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলে জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিল। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।