বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহরক। তাকে নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন ‘এ কী অবস্থা’ ওজন কমেছিল আগেই কিন্তু তার সাম্প্রতিক ছবি দেখে রীতিমতো শিউরে উঠছেন অনুরাগীরা।
অনেকেই মন্তব্য করছেন, করণকে চেনাই যাচ্ছে না। তার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বিগ্নতা প্রকাশ করেছেন নেটিজেনরা। প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, ওজন কমানোর জন্য হয়তো কোনো ওষুধ খাচ্ছেন করণ। কিন্তু সম্প্রতি স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার শেয়ার করা একটি ছবিতে তাকে এতটাই শীর্ণ ও অসুস্থ দেখাচ্ছে যে, অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
সময় রায়না তার ইনস্টাগ্রামে করণের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই মানুষটি ইন্ডিয়া’স বেস্ট ট্যালেন্টদের সঙ্গে পরিচয় করিয়েছেন।’ এই ছবিতেই করণকে হালকা নীল রঙের ঢিলেঢালা পোশাক এবং কালো ফ্রেমের চশমায় দেখা গেছে, যা দেখে নেটাগরিকরা তার অসুস্থতার অনুমান করছেন।
করণের এমন চেহারা দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ডায়েট মেনে চলছেন, সেটা বুঝতে পারছি। কিন্তু এখানে ওনাকে অসুস্থ লাগছে। কোনো বড় অসুখ না হয়, এই প্রার্থনা করছি।’ আরেকজন লিখেছেন, ‘আগে তো বেশ ভালোই লাগত। হঠাৎ এমন ওজন কমানোর প্রতি আসক্ত হলেন কেন বোঝা যাচ্ছে না। অপুষ্টিতে ভুগছেন মনে হচ্ছে। প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
মাস দুয়েক আগে করণ জোহর নিজেই জানিয়েছিলেন, তিনি কঠোর পরিশ্রম করে ওজন কমিয়েছেন। তখন তিনি নিশ্চিত করেছিলেন যে, কানাঘুষো শোনা গেলেও তিনি কোনো ওষুধ সেবন করেননি। সে সময় ওজন কমিয়ে তিনি খুব ভালো বোধ করছেন বলেও জানিয়েছিলেন।
কেএন/টিএ