সচিবালয়ের সামনে আজ সোমবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন বাংলাদেশ টাইমসের একটি লাইভ কনটেন্টে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গেই বাতিল করে করা হয়।
এ ধরনের কনটেন্ট বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ টাইমস -সঠিক তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বদ্ধপরিকর। অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য পরিবেশন হওয়ায় টাইমস কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত!