ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, সাতজনই ঢাকার

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৭ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত একদিনে বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন ছাড়াও রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, ঢাকা বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৫ জন ছাড়াও রংপুর বিভাগে ২ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় আপাতত চলবে ব্যাটারিচালিত রিকশা, হাইকোর্টের আদেশ স্থগিত Nov 25, 2024
img
যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Nov 25, 2024
img
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যাত্রা শুরু Nov 25, 2024
img
সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করুন: উপদেষ্টা রিজওয়ানা Nov 25, 2024
img
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার Nov 25, 2024
img
৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি Nov 25, 2024
img
সংশোধিত ট্রাইব্যুনালে পুলিশ-র‍্যাবেরও বিচার করা যাবে Nov 25, 2024
img
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী Nov 25, 2024
img
‘মেগা মানডে’ ঘোষণা করে মোল্লা কলেজের অভিমুখে সোহরাওয়ার্দী-নজরুলের শিক্ষার্থীরা Nov 25, 2024
img
২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড Nov 25, 2024