পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক ১. বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, ২. বিচারপতি কাজী রেজা-উল-হক, ৩. বিচারপতি এ. কে. এম. জহিরুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান- এর ৯৬(৪) অনুচ্ছেদমতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত স্বীয় পদত্যাগ করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি এ তিন বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, এই তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সাল থেকে তাদের বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল।