বলিউডের গুণী অভিনেতা রাজকুমার রাও আবারও প্রমাণ করছেন কেন তিনি নিজের প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য শিল্পী। একদিকে তিনি যুক্ত হয়েছেন পরিচালক সুজিত সরকারের নতুন সিনেমায়, অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর জীবনী অবলম্বনে তৈরি ছবির জন্য।
রাজকুমার রাও জানিয়েছেন, এই প্রথমবার সুজিত সরকারের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন তিনি। তবে এটিকে কোনো হালকা ধরনের হাস্যরসাত্মক ছবি ভাবার সুযোগ নেই। এটি হবে একজন মানুষের জীবনযাত্রা ও আবেগের গভীর গল্প নিয়ে নির্মিত একটি চরিত্র-নির্ভর সিনেমা। ঠিক যেমন ‘পিকু’, ‘অক্টোবর’ বা ‘সর্দার উধম’ ছবির মতোই গল্পকেন্দ্রিক এবং সংবেদনশীল।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়—সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক সিনেমায় তার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। জানা গেছে, ২০২৬ সালে ছবির শুটিং শুরু হবে। সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিত্ব, বর্ণিল ক্যারিয়ার এবং নেতৃত্বগুণ নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে এরই মধ্যে একাধিক প্রস্তুতি সেশন করছেন রাজকুমার রাও।
এই অভিজ্ঞতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে রাজকুমার বলেন, “সৌরভ দা মানে এক অনুভব। উনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক। তার জীবন পর্দায় তুলে ধরা নিঃসন্দেহে আমার জন্য গর্বের বিষয়।”
এদিকে রাজকুমার রাওয়ের আরেকটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই জুলাই মাসেই আসছে তার অভিনীত ‘মালিক’। বলা হচ্ছে, এটি হবে একেবারে ভিন্ন ধাঁচের—একটি টানটান উত্তেজনায় ভরা অ্যাকশনধর্মী সিনেমা।
সব মিলিয়ে বলা যায়, সুজিত সরকারের আবেগঘন গল্প বলার জগত আর সৌরভ গাঙ্গুলীর জীবনের কিংবদন্তি অধ্যায়ের মাঝে দাঁড়িয়ে রাজকুমার রাও আবারও বুঝিয়ে দিলেন, তিনি কখনো নিরাপদ পথে হাঁটেন না। বরং চরিত্রের বৈচিত্র্য, গল্পের গভীরতা এবং অভিনয়ের সূক্ষ্মতায় নিজেকে বারবার নতুন করে গড়েন তিনি।
এফপি/ টিএ