দক্ষিণ ভারতের ব্যস্ততম এবং জনপ্রিয় অভিনেতা ধানুশ আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পূজা হেগড়ে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই দুই তারকা।
ছবিটি হবে একটি পিরিয়ড ড্রামা। পরিচালনায় থাকছেন বিজনেশ রাজা—যিনি তাঁর তীক্ষ্ণ গল্প বলার দক্ষতার জন্য পরিচিত। ছবির শুটিং হবে অত্যন্ত টাইট শিডিউলে। সিনেমা জগতে এমন শুটিংকে বলা হয় ‘‘কুইকি’’—মানে অল্প সময়ে ছবির কাজ শেষ করা। প্রি-প্রোডাকশনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে, এবং এই মাসেই ক্যামেরা চালু হওয়ার কথা।
যদিও পূজা হেগড়ের অংশগ্রহণ নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি, তবু শোনা যাচ্ছে প্রধান নারী চরিত্রে তিনিই থাকছেন। ধানুশের সঙ্গে এই নতুন জুটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
ধানুশের জন্য এমন ব্যস্ত শিডিউল নতুন কিছু নয়। তিনি প্রতি বছর তিন-চারটি ছবি করেন, একসঙ্গে পরিচালনা, লেখা ও অভিনয় সামলান। সম্প্রতি ‘‘কুবেরা’’ ছবিতে তেলুগু ভাষায় সাফল্য পাওয়ার পরও ধানুশ থেমে নেই। বরং নতুন নতুন গল্পে কাজ করে দর্শককে চমকে দেওয়ার ছন্দই তাঁর আলাদা পরিচয়।
পূজা হেগড়ের ক্ষেত্রেও এই ছবি হতে পারে নতুন সুযোগ। সাম্প্রতিক সময়ে তাঁর কিছু সিনেমা মিশ্র সাফল্য পেলেও, এই ছবির মাধ্যমে তিনি নতুন করে নিজেকে প্রমাণ করতে চাইছেন। নতুন পরিচালক, নতুন সহ-অভিনেতা এবং পিরিয়ড ড্রামার চ্যালেঞ্জ—সব মিলিয়ে দর্শকরা আশা করছেন টাটকা কেমিস্ট্রির ঝলক দেখতে পাবেন বড় পর্দায়।
সব ঠিক থাকলে ২০২৫ সালের বড় চমক হয়ে উঠতে পারে এই সিনেমা। ইতিহাসনির্ভর গল্প, দৃঢ় শুটিং শিডিউল এবং তারকাজুটির নতুন সমীকরণ—সবই আশার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার পালা—গল্পের গভীরতা এবং নির্মাণের গতি কীভাবে সামলানো হয়।
এফপি/ টিএ