প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আগমন উপলক্ষে প্রশাসনের এ প্রাণকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আগমনের কারণে সচিবালয়ের অন্যান্য ভবন এবং ভেতরের রাস্তা ঝাড়-মোছ করা হয়েছে। এছাড়া, আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ, কর্মকর্তারা যেসব পাস দিয়ে দর্শনার্থী প্রবেশ করাতে পারেন, তা বন্ধ থাকবে। তবে, প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস আবারও চালু হতে পারে।

বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো। ২০১৭ সালে সচিবালয়ের এক নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এরপর, ২০ তলা বিশিষ্ট ছয় নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা বৈঠকের জন্য নতুন কক্ষ প্রস্তুত করা হয়।

২০১৯ সালে বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ৬ নম্বর ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন। এরপর থেকেই মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ড. মুহাম্মদ ইউনুস যমুনা অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করে আসছিলেন। আজ, প্রথমবারের মতো এই বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Nov 22, 2024
img
আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত? Nov 21, 2024
img
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, সব করা হবে : নতুন সিইসি Nov 21, 2024
img
বিচারের পর আ. লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস Nov 21, 2024
img
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Nov 21, 2024
img
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা : এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক Nov 21, 2024
img
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ: তৌফিক হাসান Nov 21, 2024
img
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩৩ Nov 21, 2024
img
অর্থ আত্মসাৎ:বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব Nov 21, 2024
img
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৪ Nov 21, 2024