রাশ্মিকা মান্দানা। দক্ষিণী সিনেমা থেকে বলিউড সবখানেই পরিচিত নাম। তবে তার এই যাত্রা মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক খোলামেলা কথোপকথনে রাশ্মিকা জানালেন, অভিনয় পেশা কখনো তার জীবনের পরিকল্পনায় ছিল না।
“আমি জানতামই না কী করব,” বলেন তিনি। তার বাবা চাইতেন মেয়েটি পারিবারিক ব্যবসায় যোগ দিক। রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা রাশ্মিকাকে বহু বাধা পেরিয়ে সিনেমার দুনিয়ায় পা রাখতে হয়েছে। একেবারেই ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি—কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই, শুধু অন্তরের ডাক শুনে।
অভিনয়ে দশ বছর পার করা এই অভিনেত্রী বললেন, শুধু খ্যাতি পাওয়াই নয়, টিকে থাকাটাই বড় লড়াই বিশেষ করে নারীদের জন্য। নিজেকে প্রাসঙ্গিক রাখতে, নিখুঁত হতে এবং সফল থাকার যে চাপ, তা প্রায়ই নির্মম হয়ে ওঠে।
‘অ্যানিমাল’ ছবি নিয়ে বিতর্ক নিয়েও সোজাসাপ্টা জবাব দিলেন রাশ্মিকা। বললেন, “সিনেমাকে সিনেমার মতো দেখুন।” শিল্প সব সময় আরামদায়ক নয় দর্শক চাইলে এড়িয়ে যেতে পারেন। তার মতে, “গল্প বলা হয়েছে, সেটাই ছিল কাজ। আর অনেকে সেটি উপভোগও করেছেন।”
তবু সব ঝড়ঝাপটা পেরিয়ে রাশ্মিকা এখন নিজের মতো করে খ্যাতি গড়ছেন। বললেন, “আমি লাইমলাইটের পেছনে ছুটছি না। শিখছি কীভাবে নিজের পরিচয় না হারিয়ে এর মধ্যে দাঁড়িয়ে থাকব।”
চকচকে পর্দার পেছনে রয়েছে এক নারীর নিরলস সংগ্রাম। এক নারী, যিনি শুধু তার কাজ নয়, নিজের কথা শোনাতেও চান যেন তাকে শোনা হয়, দেখা হয়, সম্মানও করা হয়।
শেষ পর্যন্ত রাশ্মিকা মান্দানা এখন আর নিয়ম মেনে খেলতে চান না। বরং নিজের খেলা তৈরি করছেন—নীরবে, দৃঢ়ভাবে, বিনা দ্বিধায়। সোশ্যাল মিডিয়ার রঙিন ফিল্টারের আড়ালেও তার স্পষ্ট আর সৎ কণ্ঠস্বরই হয়ে উঠেছে আসল আকর্ষণ।
এফপি/ টিকে