এখন থেকে বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বের হতে পারবেন না প্রার্থীরা। প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিয়ে পরীক্ষা কক্ষ ছাড়তে হবে। পরীক্ষা-পরবর্তী সময়ে জালিয়াত-চক্রের কারসাজি রোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে প্রশ্নপত্র জমা দেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ১৮.৫ ধারায় বলা হয়েছে, ‘প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিয়ে দিতে হবে। ১৮.৩ ধারায় বলা হয়, ‘প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবে প্রদর্শন করা হবে না। প্রিলিমিনারি টেস্টের নম্বর কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। তাছাড়া প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের সুযোগও থাকবে না। ২৬ ধারায় লিখিত পরীক্ষার প্রশ্নপত্রও জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। ২৬.৩ ধারায় বলা হয়েছে, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি পরবর্তী সময়ে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পিএসসির কর্মকর্তারা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র জমা নিয়ে নিলে তাতে প্রার্থীর কোনো ক্ষতি হবে না। প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়লে পরীক্ষা-পরবর্তী সময়ে জালিয়াত-চক্র নানাভাবে কারসাজি করার চেষ্টা করে। সেটা রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন।