চট্টগ্রামে তালাবদ্ধ কক্ষে আগুনে প্রাণ গেল নারীর

চট্টগ্রাম নগরীতে বসতঘরে আগুন লাগার পর তালাবদ্ধ কক্ষে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর পতেঙ্গা থানার মাইজপাড়ার রাজার পুকুর পাড় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশন অফিসার শামসুল আলম।

নিহত শাহিনা আক্তার (৩০) ওই বাড়ির মো. মুছার স্ত্রী। অগ্নিকাণ্ডের সময় তিনি একা বাসায় ছিলেন।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশন অফিসার শামসুল আলম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তারা পতেঙ্গার মাইজপাড়া এলাকায় রাজাপুকুর পাড়ে একটি সেমিপাকা বসতঘরে আগুনের খবর পান। দ্রুত ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর পর এক ব্যক্তি ফায়ার কর্মীদের এসে জানান, তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসময় আগুনে পুড়ে যাওয়া বসতঘরের তালাবদ্ধ একটি কক্ষ থেকে শাহীনার পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

শামসুল আলম বলেন, ‘সেমিপাকা বসতঘরটি ছিল তিন কক্ষবিশিষ্ট। দুই ভাই গফুর মিয়া ও আব্দুস সাত্তার পরিবার নিয়ে সেখানে থাকেন। সেই ঘরের একটি কক্ষের ভেতরে গফুরের শ্যালিকা শাহীনা ছিল। কক্ষটি ভেতর থেকে লক করা ছিল। আগুন লাগার পর শাহীনা দরজার লক খুলে বের হতে পারেননি। আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে।

তবে কীভাবে ওই বাড়িতে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

টাইমস/এইচইউ

Share this news on: