পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, যে দায়িত্ব নিয়েছি তা শেষ করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই। শনিবার (১৪ ডিস্মেবর) বিকেলে রাজারবাগে সাবেক আইজিপি ড. এনামুল হকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, কঠিন একটি দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে। এটি নিষ্ঠার সঙ্গে পালন করতে চান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখক তার কর্মময় জীবনের নানা স্মৃতি এই বইতে তুলে ধরেছেন। নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তারা এটি পড়লে অনুপ্রাণিত হবে। তিনি কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিনবার তার চাকরি চলে যায়। আবার তিনি চাকরিতে সসম্মানে ফিরে আসেন।