কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময়ে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোখলেস উর রহমান বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব এলাকার দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন দুটি বিভাগ করার পরামর্শ দেবে।
তিনি বলেন, এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগের দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বুঝা যাবে সামনে দশটি বিভাগ, কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে। সব বিভাগকে টাচ করা হয়নি। এখানে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ সেরকম হয়। আমরা দিয়েছি সরকার যদি মনে করে দশটা বিভাগ করবে, ফাইন।
মোখলেস উর রহমান আরও বলেন, জনগণের আবেদনের প্রেক্ষিতে আরও অনেক এমন সুপারিশ করেছি। আমরা গুগলে ক্লাস্টার করেছি একই বিষয় কত হাজার মানুষ সাপোর্ট করেছে, কত হাজার লোক চাহিদা দিয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর ও কুমিল্লাবাসী দীর্ঘদিন ধরেই আলাদা বিভাগের দাবি জানিয়ে আসছিলেন। আলাদা বিভাগ হলে বিভিন্ন সেবা পেতে এই অঞ্চলের মানুষদের ঢাকামুখী হতে হবে না, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যাবে- এই বিবেচনায় আলাদা বিভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। তবে ভিন্ন নামে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার কথা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ২১ অক্টোবরে এক অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, ফরিদপুর বিভাগের নাম হবে পদ্মা আর কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা।