টালিউড সুপারস্টার মহেশ বাবুর ক্যারিয়ারের সবচেয়ে আকাঙ্ক্ষিত ও ব্যয়বহুল ছবি হতে চলেছে ‘SSMB29’, যার হাল ধরেছেন ‘বাহুবলী’ ও ‘RRR’ খ্যাত পরিচালক এস. এস. রাজামৌলি। সিনেমাটি নিয়ে গত কিছুদিন ধরেই হায়দরাবাদে নিরব প্রস্তুতি চলছিল। এবার সামনে এল চমকপ্রদ খবর।
ভারতের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বৃহৎ অ্যাকশন দৃশ্য ধারণ করতে চলেছে এই টিম। রাজামৌলির স্টাইল অনুযায়ী, এবারও তিনি ভাঙতে চলেছেন নিজস্ব সব রেকর্ড। এই ছবিতে বডি ডাবল নয়, নিজেই বিপজ্জনক স্টান্ট করবেন মহেশ বাবু। অর্থাৎ, বাহুবলী কিংবা RRR-এর মতো শারীরিক কসরতের ছাপ দেখা যাবে এখানেও।
এই সিনেমায় মহেশের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। থাকছে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয়ে এক গ্লোবাল কাস্ট। সংগীতে রয়েছেন অস্কার জয়ী এম. এম. কীরাবাণী। প্রযোজনার দায়িত্বে আছেন কে এল নারায়ণ। সবমিলিয়ে এ যেন এক সিনেমাটিক সুপার ট্যাঙ্কার—যার প্রত্যাশা ছাড়িয়ে যেতে পারে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির সব রেকর্ড।
ছবিটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও আন্তর্জাতিক স্পাই থ্রিলার ঘরানায় নির্মিত হতে চলেছে। ভারতের বাইরেও একাধিক দেশে হবে শুটিং। জানা যাচ্ছে, শুটিংয়ের একটি পর্যায়ে আফ্রিকার মরুভূমি এবং ইউরোপের কিছু অঞ্চলও জায়গা পাবে ছবির ক্যানভাসে।
‘SSMB29’-এর মাধ্যমে মহেশ বাবু প্রবেশ করতে যাচ্ছেন এক নতুন স্তরে, আর রাজামৌলির মেগাভিশনে এটা যে শুধু একটা সিনেমা নয়, এক নতুন ভারতীয় অ্যাকশন মহাকাব্য—সে কথা স্পষ্ট এখনই।
এসএন