বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি: ফাওজুল কবির

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেছেন, “বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় ভারত বা আশপাশের দেশের তুলনায় অনেক বেশি।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

“রেল একটি সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা” মন্তব্য করে তিনি বলেন, “আমাদের রেলের নানান রকম সংকট রয়েছে। অনেকে অসন্তোষ ব্যক্ত করেন। জানতে হবে রেল কেন কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারে না। আমাদের ইঞ্জিন সংকট রয়েছে, কোচের সংকট, জনবলের সংকট রয়েছে।”

“সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন করছেন” বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “আজকের পদ্মা রেলসেতু সংযোগের মাধ্যমে খুলনা এবং ঢাকার মধ্যে একটা দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে। পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছে যাবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে রেলের ইঞ্জিনিয়াররা, রেলের সর্বস্তরের কর্মচারীরা রেলের মহাপরিচালকসহ, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।”

রেলওয়ের সংকটের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “রেলের আজকের যে অবস্থা, এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। যত্রতত্র রেল স্টেশন
বানানো হয়েছে, লাইন বিস্তার করা হয়েছে। কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কিনা সেগুলো না দেখে, এসব করা হয়েছে।”

তিনি আরও বলেন, আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায়, আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। সবাইকে অনুরোধ করব কীভাবে এটার খরচ কমানো যায়। ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের রেল সেবা দেওয়ার প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হবো না।”

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Share this news on:

সর্বশেষ

img
যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা Dec 24, 2024
img
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ Dec 24, 2024
img
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে : প্রেস সচিব Dec 24, 2024
img
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক Dec 24, 2024
img
বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট Dec 24, 2024
img
বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি: ফাওজুল কবির Dec 24, 2024
img
শেখ হাসিনা ও তার পরিবারের লেনদেনের নথি তলব Dec 24, 2024
img
৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে : বদিউল আলম Dec 24, 2024
img
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু Dec 24, 2024
img
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Dec 24, 2024