বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে ক্ষতিগ্রস্ত হবে সবাই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে সঙ্গে বর্হিবিশ্বে সম্পর্কের ইস্যুতে তিনি বলেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্দুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী দুই থেকে ছয়মাসের মধ‍্যে কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো যাবে না।

Share this news on: