সমস্যা বাম চোখে, কিন্তু চিকিৎসকের দায়িত্বহীনতায় অপারেশন হলো সুস্থ চোখটায়। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বাংলাদেশ আই হাসপাতালে। দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করেন চিকিৎসক ডা. শাহেদারা বেগম।
এই ঘটনায় ১৫ জানুয়ারি রাতে ঢাকার ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ জানুয়ারি আদালতে তাকে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।
তাবে ঘটনাটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে এটি অস্ত্রোপচার বলে খবর প্রচার করা হলেও, তা অস্ত্রোপচার ছিলোই না।
শিশুটির চোখের পাতার নিচে ফরেন বডি হিসাবে চোখের পাপড়ির অস্তিত্ব খুঁজে পান চিকিৎসক। এবং যা চোখের কর্ণিয়ার ক্ষতির কারণ হতে পারে তাই তা বের করে আনার পরামর্শ দেন। পরে চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা এড়িয়ে দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয় বলেও দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
টিএ/