খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও লিভার প্রতিস্থাপন এখন আর সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিকল্প ব্যবস্থা হিসেবে তাঁকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে, যা লিভারের ওপর চাপ কমাতে সাহায্য করবে। মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

২১ জানুয়ারি লন্ডন জানানো হয়, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা দেখা দিয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও লিভার প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা মনে করছেন। তাঁর বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতাগুলো এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

যখন শারীরিক সক্ষমতা ভালো ছিল, তখন বিদেশে নেওয়া গেলে লিভার প্রতিস্থাপনের সুযোগ থাকত। বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল বোর্ড বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি।

লিভার প্রতিস্থাপনের পরিবর্তে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মানুষের রক্তের প্লাজমার প্রধান প্রোটিন, যা লিভারের ওপর চাপ কমাতে সহায়তা করে। এটি শরীরের তরল ভারসাম্য বজায় রাখা, হরমোন, ভিটামিন ও বর্জ্য পদার্থ পরিবহন, এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মেডিকেল বোর্ড নিয়মিত নতুন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন, লন্ডন ক্লিনিকেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রস্তাব থাকলেও তা বাস্তবায়িত নাও হতে পারে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তাঁর ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনিরা নিয়মিত হাসপাতালে আসছেন এবং বাসা থেকে খাবার সরবরাহ করছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হার্টের অসুস্থতা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাঁকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। খালেদা জিয়ার দ্য লন্ডন ক্লিনিকে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ Jan 22, 2025
img
বিমানে তল্লাশির পর বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি: বিমানবন্দর কর্তৃপক্ষ Jan 22, 2025
img
যে ৮ ফলে সবচেয়ে বেশি ফাইবার থাকে Jan 22, 2025
img
আগুনে নিভে গেলো ৭৬ প্রাণ, তুরস্কে শোক দিবস ঘোষণা Jan 22, 2025
img
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে নতুন সিদ্ধান্ত Jan 22, 2025
img
টিকটক নিয়ে ক্ষোভ ঝাড়লেন মাস্ক Jan 22, 2025
img
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস Jan 22, 2025
img
বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি Jan 22, 2025
img
রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চায় বাংলাদেশ Jan 22, 2025
img
ঢাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ,’ বেশি দূষণ যেসব এলাকায় Jan 22, 2025