ছাত্রদের তোপের মুখে এবার হাসনাত আব্দুল্লাহ। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে “ভুয়া… ভুয়া…” স্লোগান তোলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন। “ভুয়া” স্লোগানের পাশাপাশি হাসনাত আব্দুল্লাহর পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়।
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। ইট পাটকেল ছোড়াছুড়িও হয়। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউমার্কেটের ৪ নম্বর গেটের দিকে নিয়ে যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে, হলে ফির যাওয়ার জন্য তাগাদা দেন হাসনাত আব্দুল্লাহ।
কিন্তু এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্র নেতারা হাসনাতকে সরিয়ে নেন।
টিএ/