বাইকে হলার নামক যন্ত্রের শব্দে অতীষ্ট হন নগরের অনেকেই। উচ্চশব্দে বাইক চালিয়ে আনন্দ পায় উঠতী বয়সী অনেক তরুণ যুবক। তবে তাদের এই উচ্চশব্দের চর্চায় অনেকেই প্রচন্ড বিরক্ত হন। কানের সমস্যায়ও ভূগে থাকেন পথচারীরা।
সম্প্রতি রাজধানীতে এমন বাইকারদের ধরতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযানে উচ্চশব্দে বাইক চালানো বাইকারদের ভাগ্যে জুটছে অভিনব শাস্তি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে তাদের থামিয়ে কানের কাছে বাজানো হচ্ছে উচ্চশব্দের হলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা সেনাবাহিনীর এমন শাস্তির ভিডিও ফুটেজগুলোকে হাস্যরসের অনুসঙ্গ হিসেবে দেখছেন নেটিজেনরা। সেনাবাহিনীকে সাধুবাদও জানাচ্ছেন অনেকেই।
রাজধানীর ৩০০ ফিট এলাকা প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে দ্রুত গতির বাইক দূর্ঘটনা। ১৮০ থেকে ২০০ এর অধিক গতিতে ছুটে চলা এসকল বাইক দূর্ঘটনায় দুমড়ে মুচরে যায় অহরহ। অনেকে আবার ডেথ রেস নামক মরন খেলায়ও মেতে ওঠেন রাতের নগরীতে। এসকল দূর্ঘটনা রোধে ৩০০ফিটে প্রায়ই অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও যৌথবাহিনী। ৩০০ ফিট ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ন অনেক পয়েন্টেও শুরু হয়েছে এ অভিযান।
সেনাবাহিনীর এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকলে অতি উৎসাহী কিশোর যুবকদের বেপরোয়া পনা থেকে রেহাই পাবে নগরবাসী, এমনটাও মনে করছেন অনেকে।
টিএ/