মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মুশফিকুল ফজল আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। নতুন প প্রথম কর্মদিবসের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘নতুন কর্মস্থলের প্রথম দিন।’
মুশফিকুল ফজল আনসারী, একজন বাংলাদেশি সাংবাদিক ও সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক। পাশাপাশি জাতিসংঘ ও হোয়াইট হাউজের স্থায়ী সংবাদদাতা ও সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে নানা প্রশ্ন করতেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে প্রায় জাতিসংঘ ও হোয়াইট হাউজের প্রেস কনফারেন্সে প্রশ্ন করতেন তিনি। এসব প্রশ্নের জন্য বিশেষভাবে পরিচিতি পান মুশফিকুল ফজল আনসারী।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আনসারী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ছিলেন। ২০০৬ সালের অক্টোবরে তিনি মুহাম্মদ ইউনূস-কে নোবেল শান্তি পুরস্কার জয়লাভের জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অভিনন্দনপত্র নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে শেখ হাসিনার শাসনামলে রোষানলে পড়ে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে বাধ্য হন আনসারী।
মুশফিকুল ফজল আনসারী ২০২৪ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসেন। দেশের সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেন। ২১ অক্টোবর ২০২৪ সালে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ৩ বছরের জন্য রাষ্টদূত হিসেবে নিয়োগ প্রদান করে।
টিএ/