সীমান্তে এবার ভারত ও বাংলাদেশের কৃষকদের মাঝে সংঘর্ষ হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের দু’দেশের কৃষকদের মধ্যে এমন সংঘর্ষে নিহত হয়েছেন একজন বাংলাদেশী কৃষক। মারামারিতে নিহত হওয়া ব্যাক্তিকে বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যেই কুলাউড়া থানায় দায়ের করা হয়েছে একটি হত্যা মামলা। জানা গেছে, গেলো ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলেই ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে কৃষকেরা।
ভারত - বাংলাদেশ কৃষকদের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে তিনি মারা যান বলে জানিয়েছে বিজিবি।
তবে, ভারতীয় সিমান্তবাহিনির দাবি উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই, ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে যান। সেখানে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান অন্য কেউ কেটে নিয়ে গেছে। যা নিয়ে সেখানে উপস্থিত বাংলাদেশী কৃষকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এরপর বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফেরার সময় তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভারতীয় এসব কৃষকরা।
বিজিবি সূত্র জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয়। জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়েছে বলেও জানা গেছে। তবে, এ নিয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিএসএফ।
টিএ/