সাবিনা ইয়াসমীনের অবস্থার উন্নতি হলেও থাকতে হবে পর্যবেক্ষণে

দীর্ঘ বিরতির পর শুক্রবার রাতে ঢাকার মঞ্চে আবার গান গাইতে ওঠেন বাংলা সংগীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমীন। ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক অনুষ্ঠানে দর্শকরা মুগ্ধ হয়ে তার সুর শুনছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শিল্পীর অসুস্থ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ রাতে জানান, সাবিনা ইয়াসমীন এখন সুস্থ আছেন এবং তাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এরপর শনিবার, সাবিনা ইয়াসমীনের মেয়ে এবং সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে জানান, “মায়ের অবস্থার উন্নতি হয়েছে, তবে চিকিৎসকেরা তাকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছেন। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।”

জাহাঙ্গীর সাঈদ আরও বলেন, “সাবিনা আপার ভার্টিগো সমস্যা ছিল। গান গাইতে গাইতে হঠাৎ তিনি ভার্টিগো সমস্যা অনুভব করেন। মাইক্রোফোন স্ট্যান্ড ধরে ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যান।”

শুক্রবার রাতে এক বছরের বিরতির পর মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমীন। এইচএসবিসি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল একটি বিশেষ সন্ধ্যা। কিন্তু তার অসুস্থতার কারণে শনিবারের অনুষ্ঠানে গাওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত বিশ্রাম নিতে হবে সাবিনাকে।

এই ঘটনায় তার ভক্তরা উদ্বিগ্ন হলেও, সবার আশা, শিগগিরই সাবিনা ইয়াসমীন সুস্থ হয়ে আবারও তার ভক্তদের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে গান পরিবেশন করবেন।

টিএ/


Share this news on: