এবার সীমান্তে সিসিক্যামেরা বসিয়ে প্রতিবাদের মুখে বিএসএফ। ঘটনাটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকার। ওই সীমান্ত এলাকায় পুনরায় নির্মিত হচ্ছে দুইদেশের আলোচিত একটি মসজিদ। আর এই নির্মান কাজকে কেন্দ্র করেই বিএসএফ সিসিক্যামেরা স্থাপন করেছে বলে জানা যায়।
ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী সীমান্তের ৯ এস-এর ৯৭৮ নম্বরের সীমান্ত পিলারের পাশে একটি ইউক্লিপটাস গাছে ৯ ফেব্রুয়ারি রাতে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে তাক করে ক্যামেরাটি স্থাপন করে।
পরে ১০ ফেব্রুয়ারি সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এইদিন দুপুর ২টা পর্যন্ত এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের এক মসজিদটি পুনঃনির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।
কুড়িগ্রাম-২২ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে।
টিএ/