কোন আয়নাঘরে ২৪ ঘন্টা বন্দী ছিলেন নাহিদ ইসলাম, চিনতে পারলেন পরিদর্শনে গিয়ে। কোটা সংস্কার আন্দোলনের সময় যেসব সমন্বয়কদের সাদা পোশাকে আটক করা হয়, তাদের মধ্যে নাহিদ ইসলাম ছিলেন। তারপর রাখা হয়েছিল ডিজিএফআইয়ের টর্চারসেলে, যেটি আয়নাঘর নামে পরিচিত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজধানীর তিনটি এলাকায় র্যাব ও ডিজিএফআইয়ের টর্চারসেল তথা আয়নাঘর পরিদর্শন করেন। সেসময় অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাহিদ ইসলামও। তিনি জানান, তাকে যে সেলে আটকে রাখা হয়েছিল সেই সেলের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।
এর আগে গত বছর ২৮ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে এক অডিটোরিয়ামে আয়নাঘরে থাকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন নাহিদ ইসলাম। বলেছিলেন, ‘আয়নাঘর, যেখানে মানুষকে গুম করা হতো, সেখানে আমারও অভিজ্ঞতা হয়েছিল ২৪ ঘণ্টা থাকার। আমি থেকেছি সেই রুমটায় এবং দেখেছি দেয়ালে তাদের লেখা, যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দি ছিলেন।’
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ এর আগস্ট থেকে নাহিদ ইসলাম অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারির নেতৃত্বে ছিলেন তিনি।
টিএ/