২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করে ২০২৫ এর ফেব্রুয়ারিতে মেটায় চাকরি। পেয়েছেন মাইক্রোসফট থেকেও লোভনীয় অফার। গল্পটা বাংলাদেশের চট্টগ্রামের তরুণ মোহাইমিন ইকবালের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করা মোহাইমিন জায়ান্ট কোম্পানি মেটায় যোগ দিচ্ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।
শুধু মেটা ই নয়, মেধাবি মোহাইমিনকে পেতে চেয়েছিলো মাইক্রোসফটও। মাইক্রোসফট এর প্রস্তাব নাকোচ করে তিনি যোগ দিচ্ছেন জায়ান্ট মেটায়। এর আগে তিনি কাজ করেছেন স্নোফ্লেক নামক নামকরা এক ক্লাউড ভিত্তিক ডেটা কোম্পানিতেও।
এই সফলতার ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোহাইমিন ইকবাল। লিখেছেন, মেটা, মাইক্রোসফট, আর স্নোফ্লেক্স থেকে অফার পাওয়ার ছোট্ট একটা কাহিনি শেয়ার করছি। পুরো গল্প বললে বই লিখে ফেলা যাবে! এই জার্নিতে অনেক উত্থান-পতন গেছে, কিছু দারুণ বন্ধু আর সিনিয়রদের সাথে পরিচয় হয়েছে। একদিন পুরো গল্প বলব, আজকে শুধু ছোট্ট একটা অংশ শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, ১৮ ফেব্রুয়ারি থেকে মেটা -তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি!
মায়ের পরামর্শেই তার এই পথচলা। এ ব্যাপারে তিনি জানান- চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনার্স শেষ করে অপটিমাইজলি-তে দেড় বছর চাকরি করে, ২০২৩-এর অগাস্টে স্যান জোসে স্টেট ইউনিভার্সিটি-তে মাস্টার্স করতে USA তে আসলাম। আসলে মাস্টার্স করার কোনো প্ল্যানই ছিল না, এটা পুরোপুরি মায়ের আইডিয়া ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র স্কুল ও কলেজ জীবন শেষ করেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে। তার এই সফলতায় সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন বিভিন্ন মহল।