মার্কাস টুলিয়াস সিসেরো ১০৬ খ্রিস্টপূর্বাব্দের ৩ জানুয়ারি প্রাচীন রোমান সাম্রাজ্যের ৭০ মাইল দক্ষিণ-পূর্বে আরপিনাম নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রাচীন রোমের বিখ্যাত রাজনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, আইনজীবী, দার্শনিক, বাগ্মী, দূত ও সংবিধান প্রণেতা।
বাগ্মী হিসেবে সিসেরোর প্রভাব ছিলো আকাশছোঁয়া। তার বাগ্মিতার উপর লেখা ৬টি ও দর্শনের ৮টি বই বইয়ের উল্লেখ পাওয়া যায়। সিসেরোর সমসাময়িক ও পরবর্তীকালের দার্শনিক এবং ইতিহাসবিদগণের লেখায় তার মোট ৮৮টি বিখ্যাত বক্তৃতার উল্লেখ পাওয়া যায়, যেগুলোর মধ্যে টিকে আছে কেবল ৫৮টি। তার কয়েকটি বিখ্যাত দার্শনিক প্রবন্ধের মধ্যে ‘ডি লেগিবাস’, ‘ডি পলিটিকো’, ‘ডি অরেটর’, ‘ডি রিপাবলিকা’, ‘অরেটর’, ‘ব্রুটাস’ ইত্যাদি উল্লেখযোগ্য।
সম্রাট জুলিয়াস সিজারের ঘনিষ্ঠ ব্যক্তি অ্যান্টনির নির্দেশে মুণ্ডুচ্ছেদের মাধ্যমে ৪৩ খ্রিস্টপূর্বাব্দের ৭ ডিসেম্বর সিসেরোকে হত্যা করা হয়।
তার একটি বিখ্যাত উক্তি-
“পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়ও বক্তৃতার
জোরে বিশ্বাসযোগ্য করে তোলা যায়।”