স্যান ফ্রান্সিসকোর হয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসরটা দারুণ কাটছিল হারিস রউফের। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। দলও উঠে গেছে নকআউটে। কিন্তু সমর্থকদের দুঃসংবাদ দিয়েছেন পাকিস্তানি পেসার।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে রউফ এমএলসির এবারের আসর থেকে ছিটকে গেছেন, নকআউটে খেলতে পারবেন না তিনি। স্যান ফ্রান্সিসকো আজ এই তথ্য নিশ্চিত করেছে। এরইমধ্যে বদলিও নিয়ে ফেলেছে তারা, রউফের জায়গায় এসেছেন কিউই পেসার বেন লিস্টার।
এক বিবৃতিতে স্যান ফ্রান্সিসকো জানিয়েছে, ‘আমরা তোমার সঙ্গে আছি, হারিস। ফ্রান্সিসকো নিশ্চিত করছে যে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হারিস রউফ এমএলসি ২০২৫- এর বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না, তাৎক্ষণিকভাবে তার স্থলাভিষিক্ত হয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলার বেন লিস্টার।’
হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণে রউফকে বাংলাদেশ সফরে নাও দেখা যেতে পারে। তিনটি টি-২০ খেলতে পাকিস্তানের আগামী ১৬ জুন বাংলাদেশে আসার কথা। সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই, পরের দুটি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
রউফ কবে নাগাদ মাঠে ফিরবেন? পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ নিয়ে এখনও কিছু জানায়নি।
মাসখানেক মাঠের বাইরে থাকলে রউফ মিস করবেন আরও একটি সিরিজ। বাংলাদেশে সফর শেষে জুলাইয়েই ওয়েস্ট ইন্ডিজে যাবে পাকিস্তান দল। ওই সিরিজে হবে ৩টি টি-২০ ও সমানসংখ্যক ওয়ানডে। জুলাইয়ের শেষদিকে সিরিজ শুরু হয়ে শেষ হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে।
আরআর/এসএন