এবার অপারেশন ডেভিল হান্টে পুলিশের জালে ধরা পরলো সিলেটের ওয়ান ইলেভেনের মেয়র খ্যাত আজম খান। আটক আজম খান সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অপারেশন ডেভিল হান্টে আজম খান ছাড়াও গ্রেফতার হয়েছে আরও পাচজন।
সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজম খান ২০০৭ সালে ওয়ান ইলেভেন সময় তিনি প্রায় এক বছর সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। সিলেটের রাজনৈতিক অঙ্গনে তখন থেকে আজম খান ‘ওয়ান ইলেভেনের মেয়র’ হিসেবে পরিচিত। তৎকালীন সিসিক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান কারাবন্দী হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সিলেট নগরীর মোগলাবাজার থানা এলাকার পাঠান পাড়া খান বাড়ির বাসিন্দা।
গত ২৪ ঘন্টার অভিযানে আজম খান ছাড়াও গ্রেপ্তার হলেন, নগরীর বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয়, একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর , দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম ।
গ্রেফতার হওয়া এ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।