ফের যুজবেন্দ্র চাহালকে খোঁচা দিলেন প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও থামছে না পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি।
ধনশ্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল সম্পর্কে প্রতারণা করার। এ বার তিনি জানালেন, তাকে বহু দিন আগেই প্রতারিত হতে হয়েছিল।
ধনশ্রী এখন ছোটপর্দায় তার আসন্ন অনুষ্ঠান ‘রাইস অ্যান্ড ফল’ নিয়ে ব্যস্ত। সেই অনুষ্ঠানে অর্জুন বিজলানি, কিকু শারদা, কুবরা শেট-এর সঙ্গে যোগ দিচ্ছেন ধনশ্রীও। অনুষ্ঠানের প্রচার ভিডিয়ো-তেই চাহালকে নিয়ে তিনি খোঁচা দিয়েছেন বলে অনুমান অনুরাগীদের। ভিডিয়োয় প্রতিযোগীরা নানা বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে ‘বিশ্বাস’-এর প্রসঙ্গ উঠতেই ধনশ্রী বলে ওঠেন, “বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গিয়েছে।”
ধনশ্রীর মন্তব্যের নিশানায় রয়েছেন চাহাল, অনুমান নেটাগরিকের। ক্রিকেট তারকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বহু কটাক্ষের শিকার হয়েছেন ধনশ্রী। এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কটাক্ষ একটা সীমা পর্যন্ত সইতে পারেন ঠিকই। কিন্তু এই কটাক্ষের প্রভাব পড়েছিল তার বাবা-মায়ের উপরে।
তিনি বলেছিলেন, “বাবা-মায়ের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল। আমরা এই প্রজন্মের মানুষ।
নেতিবাচক মন্তব্যে পাত্তা না দিয়ে আমরা থাকতে জানি। কিন্তু বাবা-মাকে কী ভাবে বোঝানো যায়? বাবা-মায়ের বন্ধুরা ফোন করে জিজ্ঞাসাবাদ করছিলেন। খুব স্পর্শকাতর ছিল সেই সব মুহূর্ত। আমার নিজেরও শক্তি দরকার ছিল সেই সময়ে।”
বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার দিন তিনি কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছিলেন ধনশ্রী। তার কথায়, “আগে থেকে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। তবু আবেগপ্রবণ হয়ে যাই এবং সবার সামনে চিৎকার করে কাঁদতে থাকি। সেই মুহূর্তে কী চলছিল বলে বোঝাতে পারব না। শুধু কাঁদছিলাম আর চিৎকার করছিলাম।”
এমআর