উইলিয়াম ব্লেক ১৭৫৭ সালের ২৮ নভেম্বর গ্রেট ব্রিটেনের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ কবি ও শিল্পী।
তিনি তার জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা ও চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সমালোচকরা তার প্রকাশভঙ্গী, সৃজনশীলতা ও তার লেখা এবং ছবির দার্শনিক ও আধ্যাত্মিক অন্তঃসার দেখে মুগ্ধ হয়েছেন।
তার আঁকা ছবি এতই চিন্তা উদ্দীপক ছিল যে, তার সময়ের এক শিল্প সমালোচক ঘোষণা দিয়েছিলেন, ‘ব্রিটেন যত শিল্পী সৃষ্টি করেছে তার মধ্যে নিঃসন্দেহে ব্লেক সবার সেরা।’
তিনি ১৮২৭ সালের ১২ আগস্ট লন্ডনের চেয়ারিং ক্রসে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“শিল্পকলা হলো জীবনবৃক্ষ, আর বিজ্ঞান হলো মরণবৃক্ষ।”