বৈষম্যবিরোধীর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষিত হয়েছে। নবগঠিত কমিটিতে এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক এবং আতিক শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় সদস্য রাশিদুল ইসলাম রিফাত। এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৩১ জন, যুগ্ম সদস্য সচিব ২৬ জন, সংগঠক ২০ জন এবং ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

রিফাত রশিদ বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এম.জে.এইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ার সদস্য সচিব, ওমর ফারুক মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করা হয়েছে।

রিফাত বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট স্বৈরাচার ও খুনি হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। যে গণঅভ্যুত্থানে সরকারি, আধাসরকারি, বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার ২ হাজারের অধিক শিক্ষার্থীসহ প্রাণ দিয়েছেন অসংখ্য শ্রমিক ও জনতা। অঙ্গহানি হয়েছে অর্ধ লক্ষ মানুষের। দেশকে স্বৈরাচার মুক্ত করার এ লড়াইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা সম্পর্কে দেশবাসী অবগত। রক্তঝরা জুলাইয়ে আমরা আমাদের অসংখ্য সহপাঠী, ভাই ও বন্ধুকে হারিয়েছি তাদের এই আত্মদান আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করেছে দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে।

কমিটির চারজন শীর্ষ নেতাকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শহীদসহ আনুমানিক ২ হাজারের অধিক শহীদ ও অর্ধলক্ষ আহতদের প্রতি শ্রদ্ধা রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিঃস্বার্থভাবে কাজ করতে বদ্ধপরিকর।

রিফাত আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১৮ই জুলাই সকাল সাড়ে ১১টায় নর্দান ইউনিভার্সিটির শহীদ আসিফকে প্রথম শহীদ ও সাউথইস্ট ইউনিভার্সিটিকে সর্বোচ্চ শহীদের ইউনিভার্সিটি হিসাবে স্বীকৃতি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন বলেন, যখন সবস্থানে পুলিশ র‍্যাব পাবলিক বিশ্ববিদ্যালয়ে হামলা করছিল তখন রামপুরা বাড্ডা উত্তরাঞ্চল এবং সিলেট ও চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন। মধ্যবিত্ত শ্রেণি এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণিকে শেখ হাসিনা রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিল এখন তারা কথা বলতে শিখেছে।

তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শাখার বিভিন্ন পদে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমি তাদের নিয়ে অনেক আশাবাদী।

বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনসহ বহু আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। শুধু জুলাইয়ে তাদের অবদান আছে সেটা ভাবা যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ কমিটি ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমিশনের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এই কমিটিকে নিয়ে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল Jul 23, 2025
img
উত্তরায় বেসরকারি হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের আহ্বান জামায়াত নেতাদের Jul 23, 2025
img
জন্মদিনে চমক দিলেন অভিনেতা সুরিয়া, ‘কারুপ্পু’ টিজারে ঝড়! Jul 23, 2025
img
বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ব্যাটিং ব্যর্থতায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার বাসিত আলী Jul 23, 2025
img
পদত্যাগ করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা Jul 23, 2025
img
টাইগারদের কাছে হারের পর টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাচ্ছে শ্রীলঙ্কা Jul 23, 2025
img
মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব Jul 23, 2025
img
১৫০টির বেশি জাহাজ ও ১৫ হাজার সেনা নিয়ে রাশিয়ার বিশাল নৌ মহড়া শুরু Jul 23, 2025
img
বিমান দুর্ঘটনায় দগ্ধ ও অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা Jul 23, 2025
img
নেসক্যাফে থেকে সাইয়ারা, অনীতের স্টারডমের যাত্রা Jul 23, 2025
img
বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের দুর্বলতা তুলে ধরলেন রমিজ Jul 23, 2025
টানা পতনের পর মে মাসে প্রাণ ফিরে পেলো দেশের মোবাইল খাত Jul 23, 2025
'জুনায়েতের বাসায় জামায়াত নেতারা, করলেন দোয়া-প্রার্থনা' Jul 23, 2025
img
'রক্তবীজ টু'-তে নতুন রূপে ধরা দিলেন মিমি Jul 23, 2025
img
নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য সামনে আনলেন মাইলস্টোনের শিক্ষিকা পূর্ণিমা দাস Jul 23, 2025
img
হবু স্বামীর জন্মদিনে মধুমিতার বিশেষ আয়োজন Jul 23, 2025
img
রাজধানীর গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার Jul 23, 2025
img
গত ১১ মাসে সবকিছুতেই যেন করোনার আক্রমণ: গোলাম মাওলা রনি Jul 23, 2025
img
দলের নেতাকর্মীদের ধৈর্য অব্যাহত রাখতে অনুরোধ জামায়াত আমিরের Jul 23, 2025
img
রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে স্বপ্ন দেখছে লিভারপুল! Jul 23, 2025