মাইকেলেঞ্জেলো ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির ক্যাপ্রিসির আরেজ্জোতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মাইকেলেঞ্জেলো দ্য লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তিনি ছিলেন রেনেসাঁস যুগের ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি।
জীবদ্দশাতেই তাকে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বিবেচনা করা হতো। তখন তাকে ‘দ্য ডিভাইন ওয়ান’ নামে ডাকা হতো। ইতিহাসেও তিনি সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে স্বীকৃত।
তিনি মাত্র ১৭ বছর বয়সে মার্বেলের ওপর খোদাই করে ‘ম্যাডোনা অব দ্য স্টেপস’ ভাস্কর্য তৈরি করেন। ইতালীয় যুগের ভাস্কর্যশিল্পের এক অনবদ্য নিদর্শন ভ্যাটিকান শহরের ব্যাসিলিকা গির্জায় যে ‘পিয়েতা’ ভাস্কর্য রয়েছে, সেটিও তৈরি করেন মাইকেলেঞ্জেলো।
তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে—‘দ্য লাস্ট জাজমেন্ট’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’, ‘তোন্ডো’, ‘ডেভিড’, বিভিন্ন ধরনের পুরুষ প্রতিকৃতি ও ফিগার কম্পোজিশন।
তিনি ১৫৬৪ সালের ১৮ ফেব্রুয়ারি ইতালির রোমে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“মৃত্যু আর ভালোবাসা ভালো
মানুষের দুই পাখা, যা তাকে স্বর্গের
কাছাকাছি পৌঁছে দেয়।”