বিশেষ অভিযানে ১৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালায় ডিএমপির লালবাগ ও কোতয়ালী থানা পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শেখ ফরিদ (২২), মো. রবিন মিয়া (২৪), সায়হান আলম অনিক (৩২), মো. জাহিদ হোসেন (৩২), আদিল শাহী (২৫), মো. রনি (২৫), মো. সোহাগ (৩৬), মো. আরিফ (৩০) ও মো. নজরুল ইসলাম ডালিম (৩৭)।

অন্যদিকে ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রোববার এই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহাবুদ্দীন বেপারী (৫০), মো. ফরহাদ (১৯), মো. সায়েদ (২০), মো. রাসেল (১৯), মো. জাহিদ হাসান (১৯), মো. দেলোয়ার হোসেন (২৫) ও মো. হৃদয় হোসেন (১৯)।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

Share this news on: