চলে এসেছে গরমের সময়। তবে গরমে প্রশান্তির ঠান্ডা হাওয়া দেয় এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে রেফ্রিজারেটরও আছে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই অবাক হন। কিছু সাধারণ নিয়ম মেনে চললে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক, কোন কোন যন্ত্র বেশি বিদ্যুৎ খরচ করে এবং কীভাবে সেই খরচ কমানো যায়।
এয়ারকন্ডিশনার (এসি)
এসির কিছু নিয়ম মেনে চললে খরচ কমানো সম্ভব।
যেভাবে খরচ কমাবেন:
ইনভার্টার এসি ব্যবহার করুন, এটি বিদ্যুৎ-সাশ্রয়ী।
প্রতি বছর এসির রক্ষণাবেক্ষণে যন্ত্রপাতি পরীক্ষা করুন।
ঘরের বাইরে থেকে বাতাস প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করুন।
অপ্রয়োজনীয় জিনিস এসির ঘরে না রাখার চেষ্টা করুন। কারণ সেগুলো ঠান্ডা হতে গিয়ে বিদ্যুৎ খরচ বেশি হবে।
এসি চালানোর পর কিছুক্ষণ ফ্যান চালিয়ে নিন, এতে বাতাস দ্রুত ছড়িয়ে পড়বে। ফলে ঘর দ্রুত ঠান্ডা হবে।
রেফ্রিজারেটর
এটি ২৪ ঘণ্টা চলার কারণে বিদ্যুৎ খরচ হয়।
যেভাবে খরচ কমাবেন:
নতুন প্রযুক্তির বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্রিজ ব্যবহার করুন।
ডিপ ফ্রিজে জমা বরফ নিয়মিত পরিষ্কার করুন।
অপ্রয়োজনীয় সময় ফ্রিজের দরজা খোলা রাখবেন না।
ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে সেট করুন।
অতিরিক্ত খাবার সংরক্ষণ এড়িয়ে চলুন।
ওয়াশিং মেশিন
প্রতিদিন কাপড় ধোয়ার জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়।
যেভাবে খরচ কমাবেন:
একবারে বেশি কাপড় ধুতে চেষ্টা করুন।
গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি ব্যবহার করুন।
সূর্যের আলোতে কাপড় শুকানোর অভ্যাস করুন।
উচ্চ দক্ষতাসম্পন্ন মডেলের ওয়াশিং মেশিন কিনুন।
নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন।