পঞ্চগড়ে দুই সমন্বয়ক বহিষ্কার

শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হযরত আলী ও ওবায়দুল্লাহ (ওবায়দুল হক) কে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং জেলা সমন্বয়কদের নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তাদের বহিষ্কার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার আহ্বায়ক ফজলে রাব্বী, সদস্য মো. আকিব ও মো. মনজিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, আহ্বায়ক ফজলে রাব্বি বিজ্ঞপ্তির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে পোস্ট করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পঞ্চগড় জেলা থেকে জানানো যাচ্ছে যে, তেঁতুলিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন মো. হযরত আলী ও মো. ওবায়দুল্লাহ। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নানা ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।

সেই সঙ্গে জেলা সমন্বয়কদের নিয়ে মিথ্যাচার করে বক্তব্য দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কাজকে কোনো ভাবেই সমর্থন করে না।

তাই শৃঙ্খলা ভঙ্গের কারণে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পঞ্চগড় জেলার পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। পরবর্তী সময়ে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমে অংশ্রহণ করতে পারবেন না বলেও বিজ্ঞোপ্তিতে বলা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার আহ্বায়ক ফজলে রাব্বী বলেন, ‘তাদের বহিষ্কারের মূল কারণ তারা বিভিন্ন অফিসে গিয়ে সমন্বয়ক পরিচয়ে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এর প্রতিবাদ করায় তারা আমাদের গুপ্ত সংগঠন ও শিবির বলে যাচ্ছে। জেলার সমন্বয়ক সান ও আমাকে মারতে এসেছে। একই সঙ্গে তারা আমাদের গুপ্ত সংগঠনের সদস্য বলে আখ্যা করছে।’

Share this news on:

সর্বশেষ

img
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার Feb 27, 2025
img
দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে: প্রেস সচিব Feb 27, 2025
অবশেষে ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিলেন জেলেনস্কি Feb 27, 2025
img
"শিক্ষার্থীদের মারধরে জড়িতদের বিচার করতে হবে" Feb 27, 2025
ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে হুম্মাম কাদের । সরাসরি... Feb 27, 2025
বিএনপির বর্ধিত সভা চলছে, ভার্চুয়ালি বক্তব্য রাখলেন খালেদা জিয়া ও তারেক রহমান Feb 27, 2025
img
আরো ফিলিস্তিনি বন্দী মুক্তির পাশাপাশি ইসরাইলিদের মৃতদেহ হস্তান্তর Feb 27, 2025
img
২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ : মমতা Feb 27, 2025
img
আবরার হত্যা মামলার আসামিপক্ষে আর লড়বেন না শিশির মনির Feb 27, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস বিলম্ব, খেলা হওয়ার সম্ভাবনা কম Feb 27, 2025