গ্রেফতারর হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিনেতাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। যার ফলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। তার গ্রেপ্তারের বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।
মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান।
অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।