সদ্য ঘোষিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনো বৃহত্তর দলের এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠন নয় বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে শনিবার (১ মার্চ) দুপুরে নিয়ে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন।
জাহিদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর তৎকালীন নেতারা জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের ফলে আবারও কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে।
গণতান্ত্রিক ছাত্রসংসদ দলীয় দাসত্বের শৃঙ্খল থেকে থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্য দিয়ে চব্বিশের শহীদদের কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষ হয়।