গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।এ অভিযানে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে টঙ্গীর মাজার বস্তিতে মাদক চোরাকারবারের অভিযোগের কারণে এই অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
টঙ্গীর মাজার বস্তি ঘুরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গেছে। ওই সব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিটিতে বিভিন্ন মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে।
পরিবহন শ্রমিকরা এ স্পটের মূল ক্রেতা বলে জানিয়েছে স্থানীয়রা।
সাঁড়াশি অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।