জনগণের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ানোর জন্য সকল ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি বলেছেন, পবিত্র রমজান মাসে গাজীপুর শহরে রাস্তা দখল করে কেউ বাজার বসাতে পারবেন না।
রোববার (২ মার্চ) বিকেলে গাজীপুর শহরের রেলগেট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ড. নাজমুল করিম খান বলেন, গাজীপুর জেলা শহরের প্রধান সড়কটির এক পাশে নির্মাণকাজ চলার কারণে সড়কটি বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে দুই লেনে গাড়ি চলছে। এতে এমনিতেই যানজটের সৃষ্টি হয়। তারপর রাস্তা ও ফুটপাত দখল করে সেখানে দোকানপাট বসানো হচ্ছে। এতে মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই কোনো অবস্থাতেই ফুটপাতে দোকানপাট বসতে দেওয়া হবে না।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন, গাজীপুর আদালতের পিপি মোস্তাফা কামালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।