নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। সোমবার (৩ মার্চ) তার মরদেহ চরকিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ আনার পর তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, যেখানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে সোনারগাঁ থানায় দু’জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা, ফোনেও তাদের সঙ্গে কথা বলেনি বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
কোহিনূর বেগম বলেন, ‘আমার স্বামী দেশে ব্যবসা করত, কিন্ত ব্যবসার অবস্থা ভালো ছিল না। এ কারণে সংসারে স্বচ্ছলতা ফেরাতে সে তুরস্ক যাওয়ার স্বপ্ন দেখে। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর কাইজ এলাকার জাহিদ (৪৫) ও তার বন্ধু কালাম হোসেন মান্নান (৫৫) নামে দুই আদম ব্যবসায়ী তাকে ৮ লাখ টাকার বিনিময়ে তুরস্ক নেওয়ার কথা বলে গত ৮ মাস পূর্বে উজবেকিস্তানে নিয়ে ছেড়ে দেয়। সেখানে দিনের পর দিন কোনো খোঁজ খবর না নিয়ে ফেলে রাখে এবং তুরস্ক নেওয়ার কথা বললে টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে ফোন করে তার অবস্থা অনেক খারাপ বলে পরিবারকে জানায়। ’
এস এস / এস এন