৩০০ আসনে ভোট করার প্রস্তুতি চলছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল ও সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণের আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমরা ৩০০ আসনে ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনকে টার্গেট করেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পালিত হবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ‘একটি দলের নিবন্ধন প্রক্রিয়ার জন্য যে-সব শর্তাবলি পূরণ করতে হয় সেগুলোর জন্য আমরা কাজ করছি।

কেন্দ্রীয় কার্যালয় থাকাসহ যে-সব শর্তাবলি পূরণ করতে হয় তা যথাযথ সময়ে সমাধান হবে।’

এসএন

Share this news on: