ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক সোমবার রাতে সৌদির তায়েফে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে ফুটবলাঙ্গনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও ফাহমিদুল ক্যাম্পে তিন দিন কাটালেও, এখনও ফুটবলপ্রেমীরা তার অনুভূতি, চ্যালেঞ্জ বা লক্ষ্য সম্পর্কে কিছু জানতে পারেননি।
এছাড়া, ফাহমিদুলের পাশাপাশি প্রাথমিক স্কোয়াডে অনুশীলন চালিয়ে যাওয়া নতুন দুই ফুটবলার আরিফ হোসেন এবং আল আমিনও নিজেদের প্রতিক্রিয়া এখনো প্রকাশ করেননি। ফুটবলপ্রেমীরা আশা করছেন, শিগগিরই তাদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাবে।
জাতীয় ফুটবল দলে নতুন মুখের প্রতি গণমাধ্যমের আগ্রহ বরাবরই বেশি। বিগত সময়গুলোতে অনুশীলনের প্রথম দিনেই নতুন খেলোয়াড়দের প্রতিক্রিয়া মিডিয়া গ্রহণ করে আসছে। স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময় হচ্ছে ব্যতিক্রম। কোন খেলোয়াড় মিডিয়া আসবেন এটা সাধারণত টিম ম্যানেজার, মিডিয়া ম্যানেজারই সাধারণত ঠিক করে থাকেন। বাংলাদেশ ফুটবল দলে সাম্প্রতিক সময়ে এটাও সম্পূর্ণ হেড কোচ হ্যাভিয়েরের ওপরই।
জাতীয় দলের ম্যানেজার আমের খান নতুন খেলোয়াড়দের কোনো বার্তা প্রদান না প্রসঙ্গে বলেন, 'স্বাভাবিকভাবেই নতুনের প্রতি মানুষের আকর্ষণ থাকে। অনুশীলনের আগে বা পরে মিডিয়ায় খেলোয়াড়দের বক্তব্য দেয়ার বিষয়টি হেড কোচই নির্বাচন করে থাকেন।'
২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ ঢাকায় আবাসিক ক্যাম্প হয়েছে। ৫ মার্চ থেকে ক্যাম্প চলছে সৌদি আরবের তায়েফে। সেখানে কোনো গণমাধ্যম নেই। ৬-১৩ মার্চ এই ৮ দিনে বাফুফে সৌদি থেকে ১৪ জন ফুটবলারের মন্তব্য প্রেরণ করেছে।
সহকারী কোচ হাসান আল মামুন, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাধিকবার মিডিয়া বিভাগের মাধ্যমে দলের পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিবৃত দিয়েছেন। অথচ যাদের নিয়ে আগ্রহ সেই আল আমিন, ফাহমিদুলকে সেই সুযোগ দেননি কোচ। ক্যাবরেরা শুধু মিডিয়ার সামনে খেলোয়াড় উপস্থাপনেই নন, ফেডারেশনের কোন প্রশাসনিক ব্যক্তি দলের সঙ্গী হচ্ছেন সেটা নিয়েও মতামত দেন।
এসএস/এসএন