রাজধানীর ডেমরা কোনাপড়া এলাকার একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (১৭) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কোনাপাড়া পাড়াডগাইর শাহজালাল রোডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম উল্লেখ করেন, স্বামী রাহাতুল হাসান রাহাতের সঙ্গে পাড়াডগাইর শাহজালাল রোডের ওই বাড়ির ৪র্থ তলায় ভাড়া বাসায় থাকতেন স্বর্ণা। সোমবার দিবাগত রাত ১২টা থেকে পৌনে ৩টার মধ্যে রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে তার স্বামীই দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পরবর্তীতে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বর্ণার বোন বর্না আক্তার জানান, তাদের বাড়ি বরগুনার সদর উপজেলার লাকুরতলা গ্রামে। বাবার নাম জামাল হোসেন। স্বর্ণা গার্মেন্টসে চাকরি করেন। তার স্বামী রাহাতুল হাসান রাহাত কাপড়ের দোকানের কর্মচারী। স্বামীর সঙ্গে পাড়াডগাইর শাহজালাল রোডের ওই বাড়ির ৪র্থ তলায় ভাড়া বাসায় থাকতেন। স্বর্ণার মৃত্যু নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তিনি আত্মহত্যা করেনি বলে দাবি করেন স্বজনরা।
আরএইচ/টিএ