তিন মহা পরিচালকের হাত ধরে ভারতীয় সিনেমা পা রাখছে এক নতুন যুগে। এস. এস. রাজামৌলি, নীতেশ তিওয়ারি ও অ্যাটলির তিনটি মেগা প্রজেক্ট এখন শুধু আলোচনার কেন্দ্রে নয়—এই তিনটি ছবি হয়ে উঠতে চলেছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের যুগান্তকারী অধ্যায়।
এই সময়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজামৌলির “এসএসআরএমবি”, যেটি মহেশ বাবুকে নিয়ে তৈরি হচ্ছে এক অ্যাডভেঞ্চার মহাকাব্য হিসেবে। শোনা যাচ্ছে, ছবিটির বাজেট এক হাজার কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ইতিমধ্যেই নির্মিত হয়েছে প্রায় ৫০ কোটি রুপি ব্যয়ে বারাণসীর বিশাল সেট। রাজামৌলি যেভাবে “বাহুবলি” আর “আরআরআর” দিয়ে দেশীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে তুলেছেন, এই ছবির মাধ্যমেও তিনি সেই ঐতিহ্য বজায় রাখতে চলেছেন।
অন্যদিকে নীতেশ তিওয়ারির “রামায়ণ” হতে চলেছে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল মিথ-ভিত্তিক ছবি। ১৬০০ কোটির বাজেটে দুই ভাগে নির্মিত এই ছবিতে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের রূপে দেখা যাবে যশকে। ছবিটির ভিএফএক্স পরিচালনা করছে অস্কারজয়ী প্রতিষ্ঠান ডিএনইজি, যার নেতৃত্বে রয়েছেন নমিত মালহোত্রা। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে প্রথম পর্ব, আর তার আগেই ২০২৫ সালের ৩ জুলাই প্রকাশ পাবে বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক।
এছাড়াও আছে অ্যাটলির পরিচালনায় তৈরি হতে যাওয়া “AA22XA6”। এটি একটি সায়েন্স ফিকশন ছবি, যার মূল কাহিনি টাইম ট্রাভেল ও প্যারালাল ইউনিভার্স ঘিরে। অল্লু অর্জুন এখানে ডুয়াল রোলে অভিনয় করবেন, সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন ও মৃণাল ঠাকুর। এই ছবির বাজেট ৮০০ থেকে ১০০০ কোটির মধ্যে, যার মধ্যে শুধু ভিএফএক্সের পিছনেই বরাদ্দ ৪০০ কোটি। জুন ২০২৫-এ ছবিটির শুটিং শুরু হবে এবং সম্ভাব্য মুক্তির তারিখ ২০২৭।
এই তিনটি প্রজেক্টের সম্মিলন শুধু একটি সিনেমাটিক ঢেউ নয়—এটি এক নতুন দিগন্তের সূচনা। ভারতীয় সিনেমা এখন আর শুধুমাত্র আঞ্চলিক দর্শকের জন্য তৈরি হয় না—এখন তা বৈশ্বিক মঞ্চে পৌঁছাতে প্রস্তুত। এই ছবি তিনটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, বিষয়বস্তুর দিক থেকেও দেশীয় ঐতিহ্য ও আধুনিক নির্মাণশৈলীর এক চমৎকার মেলবন্ধন।
টিকে/