ঢাকায় ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ

রাজধানীর বিভিন্ন জায়গায় কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। কেজি প্রতি দাম চাওয়া হচ্ছে ৭০ টাকা। তবে পিস হিসেবেও নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেগুলো আগেই ওজন করে দাম নির্ধারণ করে রেখেছেন বিক্রেতারা। কেউ পিস হিসেবে নিতে চাইলে দরদামের কোনো সুযোগ দিচ্ছেন না তারা। একদাম-একরেট অনুযায়ী সর্বনিম্ন ২২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০-৬০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর, উত্তরা, খিলক্ষেতসহ আশপাশের এলাকাগুলোতে তরমুজ বিক্রির এ চিত্র দেখা গেছে।

আকৃতির ওপর ভিত্তি করে তরমুজগুলোকে ছোট, মাঝারি এবং বড় তিন ভাগে ভাগ করা হয়েছে। ফলের দোকানগুলোর পাশাপাশি বিভিন্ন অস্থায়ী জায়গায়ও বিক্রি হচ্ছে তরমুজ। অনেকে আবার ভ্যানগাড়িতে ফেরি করে বিক্রি করছেন। তবে সবাই প্রথম ধাপে দাম নির্ধারণের ক্ষেত্রে ওজনকে প্রাধান্য দিচ্ছেন। ক্রেতাদের কাছে একদাম-একরেট ৭০ টাকা কেজি দাম চাওয়া হচ্ছে। অধিকাংশ বিক্রেতা রং ও মিষ্টির ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন। অনেকে আবার বিশ্বস্ততা অর্জনের জন্য ক্রেতার সামনেই কেটে দিচ্ছেন তরমুজ।

বিক্রেতারা বলছেন, আগাম জাতের তরমুজের দাম কিছুটা বেশিই। তারপরও খুচরা বাজারে মূল্য নির্ধারিত হচ্ছে পাইকারিভাবে কে কত দামে কিনতে পেরেছেন তার ওপর ভিত্তি করে। বিশেষ করে রোজার আগ মুহূর্তে যেসব তরমুজ ঢাকায় এসেছে সেগুলোর দাম ছিল বেশ চড়া। আর রোজা শুরুর পর সেই চড়া দাম কিছুটা কমেছে। যার কারণে এখন কিছু জায়গায় তরমুজ ৭০ টাকা কেজি আবার কিছু জায়গায় ৬০-৬৫ টাকা কেজি দরেও বিক্রি করা হচ্ছে। মাঝারি আকৃতির (৩-৪ কেজি) একটি তরমুজ বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকায়। আর বড় আকৃতির তরমুজ ৫০০-৬০০ টাকা বা তারচেয়েও কিছু বেশি দামে বিক্রি হচ্ছে।

এপ্রিল-মে মাসে তরমুজের মৌসুস হলেও রোজায় বাজার ধরার জন্যই আগাম এসব তরমুজ চাষ করা হয়েছে জানিয়ে এই বিক্রেতা আরও বলেন, মনে হচ্ছে এবার গরমের সময় তরমুজের দাম কম থাকবে। কারণ এখন এগুলো সবই আগাম জাতির তরমুজ। সামনে হয়ত নতুন করে মৌসুমি তরমুজও যুক্ত হবে। আর রোজায় বাজার ধরার জন্য প্রচুর আগাম তরমুজ চাষ হয়েছে। সবমিলিয়ে তরমুজের সরবরাহ বেশি থাকায় দাম কম থাকবে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এখনও দাম হাতের নাগালে আসেনি। তারপরও ইফতারে তরমুজের জুসের জন্য সাধ্য অনুযায়ী তরমুজ কিনছেন তারা।

মাহমুদুল্লাহ নামে এক ক্রেতা বলেন, কারওয়ান বাজারে দাম একটু কম। আর এলাকা এবং মহল্লার স্থায়ী ও অস্থায়ী দোকানগুলোতে দাম কিছুটা বেশি। তারপরও ইফতারে জুস তৈরির জন্য মাঝারি ধরনের তরমুজ নিয়েছি। আগাম তরমুজ হওয়াদে খুব দেখেশুনে নিতে হয়। অনেকগুলো আবার মিষ্টি হয়না। সেজন্য একেবারে দোকান থেকেই কেটে নিয়েছি। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সামনে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী, চিন্তায় ক্রেতারা Jul 13, 2025
img
হাসিনার বুলেট যেখানে ব্যর্থ, বিএনপির পাথরও থামাতে পারবে না: রাফি Jul 12, 2025
img
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Jul 12, 2025
img
এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব : নাহিদ ইসলাম Jul 12, 2025
মিটফোর্ডের ঘটনায় বিএনপিকে নিয়ে যা বললেন জুলাইয়ের যোদ্ধা? Jul 12, 2025
img
মাস্তি ইউনিভার্সে ২০ বছর পর ফিরছেন জেনেলিয়া Jul 12, 2025
img
ব্যবসায়ী হত্যার ঘটনায় শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল Jul 12, 2025
img
ভারত যোগ না দিলেও বাংলাদেশেই হবে এসিসির সভা: মিঠু Jul 12, 2025
img
রাবণ হয়ে ফিরছেন যশ, পুরো রামায়ণ পার্ট ওয়ানেই থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় Jul 12, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা এমদাদুল বহিষ্কার Jul 12, 2025
img
চলতি বছরের প্রথম ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি Jul 12, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক Jul 12, 2025
img
‘আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা’ Jul 12, 2025
img
‘বাঘি ৪’ সিনেমায় অ্যাকশনের রাজপুত্র হয়ে ফিরছেন টাইগার শ্রফ! Jul 12, 2025
img
পিএসজির সাফল্যে একক কৃতিত্ব দিচ্ছেন না কোচ Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করলেও সবাই চুপ থাকে: মনজিল মোরসেদ Jul 12, 2025
দেশের চলমান ইস্যু নিয়ে যা বললেন জাবি ছাত্রদল Jul 12, 2025
অটোরিকশা বন্ধ করে নিকুঞ্জবাসীর দৃষ্টান্ত স্থাপন! Jul 12, 2025
হাসিনার পাল্টা জবাব অনয়ের; যেভাবে আসলো সেই "কথায় কথায় বাংলা ছাড়" স্লোগান Jul 12, 2025
img
লিটনেই আস্থা প্রধান কোচের Jul 12, 2025