নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে, তা খুবই উদ্বেগজন। এসব নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, যৌন নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। সরকার নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। সরকার সর্বশক্তি নিয়োগ করে সমান অধিকার বাস্তবায়ন করবে।
‘নারীবিরোধী যে শক্তি মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবো। নারীকে খাটো করে দেখার মানসিকতা পাল্টাতে হবে, নইলে আমাদের ভবিষ্যৎ নেই’, যোগ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমান অর্থ ব্যয় করছে। এর বিরুদ্ধে আমাদের এমন সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি।
‘আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।