ডেল ব্রাকেনরিডজ কার্নেগি ছিলেন একজন আমেরিকান লেখক ও অধ্যাপক। তিনি ১৯৮৮ সালের ২৪ নভেম্বর মিশৌরীর মেরীভিলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণমালা সেফ-ইম্প্রুভমেন্ট, সেল্সম্যানশিপ, করপরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল-এর উদ্ভাবক। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস তাঁর লেখা বিখ্যাত একটি বই।
ডেল কার্নেগি ১৯৫৫ সালের ১ নভেম্বর নিউইয়র্কের ফরেস্ট হিলসে মৃত্যুবরণ করেন।
তাঁর একটি বিখ্যাত উক্তি:
‘আমরা ছোট ছোট দুশ্চিন্তা, যা দুই আঙুলে পিষে মেরে ফেলতে পারি, তার কাছে হেরে যাই।’