‘ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে সেখানে ‘পাগলের আশ্রম’ চালু করেছেন মারইয়াম মুকাদ্দাস, যিনি মিষ্টি নামে পরিচিত।প্রায় ২৫ জন ছিন্নমূল মানসিক প্রতিবন্ধীকে নিয়ে শনিবার (৮ মার্চ) দুপুরে এই আশ্রম চালু করেন তিনি।
মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি নিজেকে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক হিসেবে পরিচয় দেন।
তিনি বলেন, বাসাইল উপজেলার যশিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলামের মেয়ে তিনি।স্নাতক করেছেন ঢাকার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন তিনি।আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সেজান আহমেদ বলেন, ‘তার দায়ভার সংগঠন বহন করবে না। বর্তমানে তিনি আমাদের কমিটির কোনো সদস্য নন।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২০১৮ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জোয়াহেরুল ইসলাম আত্মগোপনে চলে গেছেন। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ অর্ধ ডজন মামলা আছে।
তার বাড়ি দখলের বিষয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে তার মেয়ে জাকিয়া ইসলাম বলেন, ঘটনার সময় তাদের বাড়িতে কেউ ছিলেন না। তাদের পরিবারের প্রায় সবার নামেই মামলা থাকায় বাড়িতে থাকছেন না।
তিনি বলেন, ‘দেশে আইন নেই, প্রশাসন নেই, তাই এমন অরাজকতা হচ্ছে।’
এমআর